Champions Trophy 2025 News: জস বাটলার সরে দাঁড়ালেন ইংল্যান্ড এর অধিনায়ক পদ থেকে। জানলে অবাক হবেন আসল কারণ!!

এখন চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টে আশানুরূপ ফল করতে ব্যর্থ হয়েছে ইংল্যান্ড দল। গত ম্যাচে আফগানিস্তান এর বিরুদ্ধে লজ্জাজনক হারের পর ইংল্যান্ডের জাতীয় দলের অধিনায়ক ইস্তফা ঘোষণা করলেন। জস বাটলার ২০২২ সালে ইঅন মরগ্যান এর রিটায়ারমেন্ট এর পর ইংল্যান্ড এর ওয়ান-ডে ও টি২০ দলের অধিনায়ক এর দায়িত্ব নেন। এই দায়িত্ব নেবার পরেই বাটলার নিজের জাতীয় দলকে ২০২২ এর টি২০ ওয়ার্ল্ড কাপ জেতাতে সফল হয়। যদিও তারপর থেকে ইংল্যান্ড একবার আশানুরূপ ফল করতে পারেনি।

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর সেমী ফাইনাল এর জন্য ইংল্যান্ড রাস্তা বন্ধ। তবুও তাদের খেলতে হবে আরও একটি ম্যাচ। সেই ম্যাচটি হবে জস বাটলার এর অধিনায়ক হিসেবে অন্তিম ম্যাচ। যদিও এমনটা আশা করায় যায় জস বাটলার ইংল্যান্ড এর হয়ে একজন খেলোয়াড় রূপে আগামী দিনেও দেখা দেবে।

বাটলার এই ঘোষণা করার সময় বলেন “এটি আমার জন্য এবং দলের জন্য সঠিক সিদ্ধান্ত”. ইংল্যান্ড এর আগামী ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে করাচী স্টেডিয়ামে। নিজেদের প্রথম দুই গ্রুপ ম্যাচ অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান এর বিরুদ্ধে হারের পর ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির সেমী ফাইনাল এর দৌড় থেকে বাদ পরে যায়। এবং এর পরেই উঠে আসে জস বাটলার এর এই সিদ্ধান্ত।

বাটলার বলেন নিশ্চয় যোগ্য কেও উঠে আসবেন ইংল্যান্ড দলের অধিনায়ক পদ সামলানোর জন্য। এটাই অনুমান করা যায় ইংল্যান্ড এর সহ অধিনায়ক হ্যারি ব্রুক হয়তো আগামী অধিনায়ক হতে চলেছেন ইংল্যান্ড এর ওয়ান-ডে এবং টি২০ দলের। বাটলার বললেন এইটা আগে থেকেই জানা ছিল এই টুর্নামেন্টটা আমার অধিনায়কত্ব এবং দল উভয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেহেতু তিনি এই নিয়ে পরপর ৯ বার হারের সম্মুখীন হলেন তাই আর অধিনায়ক পদে থাকতে চাইলেন না।

কেবলমাত্র ২০২২ এর ২০ ওভার এর বিশ্বকাপ জয় ছাড়া বাটলার এর ক্যাপ্টেন্সি তে ইংল্যান্ড তেমন বিশেষ কিছু করতে পারেনি। তাতে সেটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হোক কিংবা ৫০ ওভার এর বিশ্বকাপ বা ২০২৪ এর ২০ ওভার এর বিশ্বকাপ। সব কিছুতেই ইংল্যান্ড সেই আগের দলের মতন খেলতে পারেনি। কোথাও না কোথাও গিয়ে এর দায় অবশ্যই দলের অধিনায়ক এর ওপর যায়। তাই জস বাটলার আর এই দায়িত্বে না থেকে শুধুমাত্র একজন খেলোয়াড় রূপেই ইংল্যান্ড এর জার্সি গায়ে দিয়ে মাঠে নামবেন।

Leave a Comment